
ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সেবা
ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) এমন একটি প্রযুক্তি যা গ্রাহককে পাবলিক আইপি নেটওয়ার্ক এর মধ্যেই সুরক্ষিত একটি প্রাইভেট নেটওয়ার্ক সংযোগ তৈরি করে দেয়। বিটিসিএল এর ভিপিএন সেবার মাধ্যমে আইএসপি/আইআইজি অপারেটর রা সর্বনিম্ন মূল্যে উচ্চ গতির ডাটা-ইন্টারনেট সেবা প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে পারে, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান তাদের শাখা অফিসের মধ্যে সর্বনিম্ন লেটেন্সিতে ভিডিও কনফারেন্সিং করতে পারে, ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের শাখা অফিস ও ডাটা সেন্টারের মধ্যে সুরক্ষিত যোগাযোগ স্থাপনের জন্যও এই ভিপিএন সেবা ব্যবহার করতে পারে।
- দেশব্যাপী ১,২০০ এর-ও অধিক POP
- লেয়ার ২ এবং লেয়ার ৩ ভিপিএন সংযোগ প্রদান করা হয়
- সকল বিভাগীয় শহর, জেলা শহর, অধিকাংশ উপজেলা এবং ১,২০০ এরও অধিক ইউনিয়নে সংযুক্ত
- পয়েন্ট টু পয়েন্ট এবং পয়েন্ট টু মাল্টিপয়েন্ট সংযোগ প্রদান করা হয়।
কোথায় আবেদন করতে হবে
সংযোগের জন্যে আবেদন করুন উপ-মহাব্যবস্থাপক (ব্রডব্যান্ড-১), মগবাজার বিটিসিএল অফিস, ঢাকা-১২১৭।
ফোনঃ ০২-৯৩৫৪৮৬৬, ০২-৫৮৩১২৯৪১, ফ্যাক্সঃ ০২-৯৩৫.৩৮৮,
নতুন সংযোগ সংক্রান্ত সাপোর্ট ইমেইলঃ support.internet@btcl.gov.bd,
চলমান সংযোগ সংক্রান্ত সাপোর্ট ইমেইলঃ noc@btcl.com.bd
সাপোর্ট কক্ষঃ ০২-৪৮৩১৯৮২৫ থেকে ২৮,
সার্ভার কক্ষঃ: ০২-৯৩৪৪৫০০, ০২-৮৩৩২২০০, ০২-৯৩৪৭২৫১ (কার্যদিবসে কাল ৯টা থেকে বিকাল ৫টা)।